২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৮, বাংলা

প্রবন্ধ : সুন্দরবনের প্রাণী, হাতি আর শিয়ালের গল্প
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : সুন্দরবনের প্রাণী’ থেকে আরো ৩টি এবং ‘হাতি আর শিয়ালের গল্প’ থেকে ১টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রবন্ধ : সুন্দরবনের প্রাণী
প্রশ্ন : দেশের জন্য পশুপাখি, জীবজন্তু কী উপকার করে তা নিজের ভাষায় লিখ।
উত্তর : পশুপাখি ও জীবজন্তু প্রকৃতির পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। যেকোনো দেশের জন্যই জীবজন্তু ও পশুপাখি তাই এক অমূল্য সম্পদ। প্রকৃতির গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের পশুপাখি ও জীবজন্তু তথা প্রাণিকূলের জীবন ধারণের উপকরণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন শকুন পরিবেশের নানা আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। একইভাবে বিভিন্ন পশুপাখি ও জীবজন্তু আমাদের পরিবেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রেখে আমাদের উপকার করে থাকে।
প্রশ্ন : শকুন কিভাবে মানুষের উপকার করে?
উত্তর : শকুন একটি ভিন্ন প্রকৃতির পাখি। আচার-আচরণ ও স্বভাবের জন্য কেউ তাকে সুন্দর পাখি বলে না। অথচ এই শকুন মানুষের নানা উপকার করে থাকে। মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেইসব আবর্জনা শকুন খেয়ে ফেলে। আর সে কারণেই আমাদের চার দিকের পরিমণ্ডল বসবাসের যোগ্য রয়েছে। আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না। শকুন প্রকৃতই এবং সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না। তবে বাংলাদেশে শকুনের সংখ্যা অনেক কমে গেছে। এদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।
প্রশ্ন : পশুপাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়?
উত্তর : পশুপাখি ও জীবজন্তু যেকোনো দেশের জন্যই এক অমূল্য সম্পদ। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এরা মিলেমিশে থাকে। পশুপাখি ও জীবজন্তু না থাকলে প্রকৃতির নানা বিপর্যয় ঘটবে। বন্যা, খরা, ঝড় ইত্যাদির কবলে পড়ে মানবজীবন তথা সমগ্র প্রাণিকুল ও বৃক্ষলতা বিপর্যস্ত হয়ে পড়বে। তাই এদের ধ্বংস করতে নেই। এদের যতœ ও সংরক্ষণে আমাদের সচেতন হতে হবে।
হাতি আর শিয়ালের গল্প
প্রশ্ন : প্রদত্ত শব্দগুলোর অর্থ লিখ।
দিগন্ত, অহঙ্কার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড, হুঙ্কার, মেদিনি, তটস্থ, শঙ্কিত, শক্তিধর, আস্তানা, উদগ্রীব, সমস্বরে।
উত্তর : প্রদত্ত শব্দ শব্দার্থ
দিগন্ত প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সাথে মিশে গেছে বলে মনে হয়
অহঙ্কার নিজেকে অনেক বড় কেউ এ রকম মনে করা
তিরিক্ষি খারাপ মেজাজ
তুলকালাম কাণ্ড এলাহি কাণ্ড
হুঙ্কার চিৎকার
মেদিনি ভূপৃষ্ঠ
তটস্থ ব্যতিব্যস্ত
শঙ্কিত ভীত
শক্তিধর শক্তি আছে যার
আস্তানা বসবাসের জায়গা
উদগ্রীব প্রতি মুহূর্ত অপেক্ষা করা
সমস্বরে একসাথে শব্দ করা বা কথা বলা


আরো সংবাদ



premium cement